মেডিকেল ডাক্তার এবং ছাত্রছাত্রীদের স্বেচ্ছাসেবকমূলক সংগঠন প্ল্যাটফর্ম এবং ফরিদপুর মেডিকেল কলেজ রিসার্চারস ক্লাব এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল রিসার্চ বিষয়ক ওয়ার্কশপ “Let’s Talk About Research: Scopes, Challanges & Opportunities”. অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. খবিরুল ইসলাম এবং প্রধান বক্তা হিসাবে ছিলেন University of Oslo এর Research Fellow, ডাঃ মুহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের কমিউনিটি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ রফিকুল ইসলাম এবং শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ এ. এফ. এম. পারভেজ।
অনুষ্ঠানে রিসার্চ এর scopes and opportunities নিয়ে আরও বক্তব্য রাখেন ডাঃ রাজীব বিশ্বাস এবং ডাঃ নিলয় শুভ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন F-25 ব্যাচের ছাত্রী মিশৃতা মিতু।