চিকিৎসা শিক্ষায় বেসিক সাবজেক্ট–এর শিক্ষক সংকট দুরীকরণের নিমিত্তে দেশের সরকারি মেডিকেল কলেজসমুহে কর্মরত বেসিক সাবজেক্টের (এনাটমী, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথলজি ও এনেসথেসিওলজি) শিক্ষকগণকে অর্থ মন্ত্রণালয়ের স্মারক মারফত মঞ্জুরকৃত নিম্নবর্ণিত নির্ধারিত হারে শর্তসাপেক্ষে মাসিক প্রণোদনা ভাতা প্রদানের সরকারি আদেশ নির্দেশক্রমে জারি করা হল।