ফরিদপুর মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের উদ্যোগে ফরিদপুর জেলার কোডিভ-১৯ এর সার্বিক পরিস্থিতি নিয়ে একটি সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হবে । উক্ত সেমিনারে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো । ছাত্রীদেরকেও নিম্নক্ত জুম আইডির মাধ্যমে উক্ত সেমিনারে সংযুক্ত হবার অনুরোধ করা হলো।
তারিখঃ ১৯/১০/২০২০ সোমবার
সময়ঃ ১২-০০ মিনিট
স্বানঃ কনফারেন্স রুম – ৩১৬, একাডেমিক ভবন, ফরিদপুর মেডিকেল কলেজ, ফরিদপুর।
জুম আইডিঃ 65934668146